মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন শেখ হাসিনা

 অনলাইন ডেস্ক    ২৫ নভেম্বার, ২০২৩ ১২:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সব মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করার জন্য আগামীকাল রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার সময় গণভবনে ডেকেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গত শুক্রবার সন্ধ্যায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে উল্লেখ করা হয়, ওই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীদেরকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি...

তিনি আরও বলেছেন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ সঙ্গে রাখতে বলেছেন।

এদিকে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নামের তালিকা আগামীকাল রবিবার জানানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যলয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রোববারের মধ্যে ৩০০ আসনের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ।

অনলাইন ডেস্ক