নির্বাচন বাতিলের দাবিতে যে কর্মসূচি ঘোষণা করল বিএনপি

 অনলাইন ডেস্ক    ২৭ জানুয়ারী, ২০২৪ ১৭:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারা দেশের মহানগর, থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, নিত্যপণ্যের দাম কমানো এবং অবৈধ সংসদ বাতিলের দাবিতে আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কালো পতাকা মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

২৮ অক্টোবর সহিংস ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মিছিল শুরুর আগে অস্থায়ী মঞ্চে উপস্থিত হন। তিনমাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন তিনি।

আরও পড়ুন: পেঁয়াজের বাম্পার ফলন, ভাল দাম পাওয়ায় খুশি চাষিরা...

কালো পতাকা মিছিলের উদ্বোধক গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন বর্তমান সরকার জনগণ নয়, চীন, রাশিয়া ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে। দুপুর আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেয়।

অনলাইন ডেস্ক