পণ্যের দাম বাড়াতেই ভারত বর্জন কর্মসূচি বিএনপির: নাছিম

 অনলাইন ডেস্ক    ২৮ মার্চ, ২০২৪ ১৫:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, নিত্যপণ্যের দাম যাতে আরও বেড়ে যায় সে জন্যই ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাছিম বলেন, শেখ হাসিনার সরকারের বিরোধিতার নামে দেশের মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে বিএনপি। নিত্যপণ্যের দাম যাতে আরও বৃদ্ধি পায় সেজন্যই ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি শুরু করেছে তারা।

আরও পড়ুন: কুড়িগ্রামে ভুটানের রাজা...

তিনি আরও বলেন, বিএনপি কখনোই দেশের মানুষের ভালো চায় না। মানুষ শান্তিতে থাকুক এটা চায় না। তারা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছে, মানুষের স্বার্থে আঘাত লাগে এমন কাজ করছে। ভারত বিরোধিতা তাদের তেমনই কর্মসূচি।

অনলাইন ডেস্ক