বিএনপি নেতাদের বক্তব্যে জিয়াউর রহমানও লজ্জা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৯ মার্চ, ২০২৪ ১৩:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৯ মার্চ) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা জিয়াউর রহমানকে নিয়ে যেসব বানোয়াট কথা বলে, স্বয়ং জিয়াউর রহমানও কবরে শুয়ে লজ্জা পাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতা আব্দুল মঈন খান আজ অনেক কথা বলেন। মঈন খানের বাবা আব্দুল মোমেন খান ৭৪ সালে খাদ্যসচিব ছিলেন। তিনি ষড়যন্ত্র করে মার্কিন খাদ্যবাহী জাহাজ ফেরত পাঠিয়েছিলেন।

তার পুরস্কার হিসেবে জিয়াউর রহমান আব্দুল মোমেন খানকে মন্ত্রী বানিয়েছিল। মঈন খান নিজেও সংসদে দাঁড়িয়ে বলেছিল, দরকার পড়লে দেশ বিক্রি করে দেবে।

আরও পড়ুন: বিএনপির নেগেটিভ রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের...

ড. হাছান আরও বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে নাকি সাদেক হোসেন খোকা ঢাকা থেকে লাফ দিয়েছিল। সে সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ফেনী পর্যন্ত শোনা যেত। এদের কথা শুনলে হাসি পায়। জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। প্রকৃতপক্ষে সে একজন খলনায়ক ছিল।

অনলাইন ডেস্ক