গাংনীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ৩০ মে, ২০২৪ ১১:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

মেহেরপুরের গাংনীতে জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টার সময় গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র-সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

জেলা যুবদলের সিনিয়ার সহ-সভাপতি আব্দাল হকের সঞ্চালনায়- সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, ইনসারুল হক ইন্সু, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আখেরুজ্জামান।

আরও পড়ুন: খাগড়াছড়িতে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত...

এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল ইসলাম, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, গাংনী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দীন, সাবেক ছাত্রদল নেতা সাহিবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, গাংনী পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শিশির আহমেদ শাকিল, উপজেলা জাসাস সভাপতি সেলিম হোসেন, সম্পাদক সালেহ আহমেদ, পৌর জাসাস সভাপতি সোহরাব হোসেন,সাধারণ সম্পাদক সুলেরী আলভী ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ পরিবেশ তৈরী করতে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করার আহবান জানান সরকারের প্রতি এবং দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।

তরিকুল ইসলাম