সস্ত্রীক সিঙ্গাপুরে মির্জা ফখরুল

 অনলাইন ডেস্ক    ২৪ আগষ্ট, ২০২৩ ১৪:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল আটটার সময় হযরত শাহজালাল বিমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। সাথে ছিলেন তার সহধর্মীনি রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বলেছেন, স্যার ও ম্যাডাম দুজনই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

৭৬ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: জাপার নতুন চেয়ারম্যান রওশন এরশাদ...

সর্বশেষ চলতি বছরের দশ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এবার তার ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে।

তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য ‘অ্যাপয়েনমেন্ট’ নিয়েছেন বলে জানিয়েছেন ইউনুস।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এর পর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

অনলাইন ডেস্ক