হাইকোর্টে জামিন পেলেন না মির্জা ফখরুল

 অনলাইন ডেস্ক    ১০ জানুয়ারী, ২০২৪ ১৩:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট। আজ বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ রুল শুনানি শেষে তা খারিজ করে দেন। ফলে জামিন পাচ্ছেন না তিনি।

জামিন পেতে এখন আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন।

আদালত সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিবকে জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করেন হাইকোর্ট।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা...

এর আগে গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।

গত বছরের ৩ ডিসেম্বর এ মামলায় মির্জা ফখরুল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর হয়। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অনলাইন ডেস্ক