আদালতে মির্জা ফখরুল

 অনলাইন ডেস্ক    ৯ জানুয়ারী, ২০২৪ ১২:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির দিন আজ। নাশকতার ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি হওযার কথা রয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে।

এরই মধ্যে বিএনপির মহাসচিব ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে হাজির করা হয়েছে।

এর আগে ৩১ ডিসেম্বর বিএনপি মহাসচিবের বিরুদ্ধে ৯টি মামলায় জামিন আবেদনের শুনানির জন্য ৯ জানুয়ারি দিন নির্ধারণ করেন আদালত। ওইদিন বিএনপির এ নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী এ আদেশ দেন।

আরও পড়ুন: ঢাকা আসনে নৌকার প্রার্থী হয়েও বিজয়ী হলেন যারা...

শুনানি শেষে মির্জা ফখরুলের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন গণমাধ্যমকে এ কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এরমধ্যে পল্টন থানার আট মামলা ও রমনা মডেল থানার তিন মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সেদিন থেকেই কারাগারে আছেন বিএনপি মহাসচিব।

অনলাইন ডেস্ক