নৌকা প্রতীক নেই এই ৫ আসনে!

 অনলাইন ডেস্ক    ১৮ ডিসেম্বার, ২০২৩ ১০:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ৩০০ আসনের মধ্যে থেকে ২৬৩টি আসনে নির্বাচন করছে। এর বাহিরে ৩২টি আসন জাতীয় পার্টি ও শরিকদের ছেড়ে দিয়েছে দলটি। আর বাকী পাঁচটি আসনে নৌকা প্রতীকে কোনো প্রার্থী নেই।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে নির্বাচন কমিশন (ইসি) পাঁচটি আসনে নৌকার প্রার্থিতা বাতিল করেছেন। প্রার্থিতা ফিরে পেতে ওই আসনগুলোর প্রার্থীরা এখন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন: ২৮৩ আসনে লড়বে জাতীয় পার্টি...

ঋণ খেলাপি হওয়ায় ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম, কিশোরগঞ্জ-৩ আসনের নাসিরুল ইসলাম খান এবং দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ ও ফরিদপুর-৩ আসনের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল হয়েছে।

যেসব আসনে প্রার্থিতা বাতিল হয়েছে সেগুলো উন্মুক্ত থাকবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক