আমেরিকার দাপট মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ: ওবায়দুল কাদের

 অনলাইন ডেস্ক    ১৩ মে, ২০২৪ ১৬:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত তাদের আমেরিকাকে ভয় পাওয়ার কোন কারণ নেই। আমেরিকার দাপট মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ বলে জানিছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার (১৩ মে) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশে আসছেন।

তার সফর নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বাইরে কেউ এসে আমাদের দেশে বিএপিকে মদদ দেবে, সেই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। নেতিবাচক রাজনীতির কারণে একদিন বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।

সরকার বা আওয়ামী লীগের দরকার নেই। বিএনপি ফের সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং নতুন করে আন্দোলনের কথা বলছে।

এ নিয়ে কাদের বলেন, বিএনপি রাজনৈতিকভাবে এগোতে চায়, তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করব। যদি তারা সন্ত্রাসের পথ বেছে নেয়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। তারা পালানোর পথ পাবে না। নির্বাচনে না এসে বিএনপি গ্রেট মিসটেক করেছে। ভবিষ্যতে এর আরও বড় মাশুল দিতে হবে।

অনলাইন ডেস্ক