শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত

 অনলাইন ডেস্ক    ১৭ জুলাই, ২০২৪ ১১:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। গত মঙ্গলবার দিনটি উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ তেজগাঁওয়ের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করবে।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর ২০০৭ সালের ১৬ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে।

একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করে সংসদ ভবন এলাকার একটি বাড়িতে কারাবন্দি অবস্থায় রাখা হয়। সেদিন ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: চার বিভাগে ভারি বর্ষণের খবর দিল আবহাওয়া অফিস...

সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের আন্দোলনের মুখে জরুরি অবস্থার মধ্যে ১১ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ১১ জুন আওয়ামী লীগ সভানেত্রীকে মুক্তি দেওয়া হয়।

অনলাইন ডেস্ক