খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৪ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। বিদেশের চিকিৎসার বিষয়ে আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয় বলে আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয় থেকে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। তার সাজা স্থগিতের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। তবে, বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন করেনি তার পরিবার। বিদেশের চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই, এক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দেবেন।

প্রসঙ্গত: চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির হওয়ায় গত শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সাত ঘণ্টা পর তাকে আবার কেবিনে দেয়া হয়।

আরও পড়ুন: বরিশাল থেকে পিরোজপুরে বিএনপির রোডমার্চ...

৭৮ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যা সহ হার্টে, লিভারসিরোসিস ছাড়াও নানা রোগে ভুগছেন। এরইমধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি ওই চিকিৎসাধীন রয়েছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় তার।

২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি মেলার পর থেকে তিনি গুলশানের বাসাতেই ছিলেন।

অনলাইন ডেস্ক