তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

 অনলাইন ডেস্ক    ১৯ নভেম্বার, ২০২৩ ১৩:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম গত শনিবার কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

তার পক্ষে একজন প্রতিনিধি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জানা গেছে, সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কিনেছেন।

ঢাকা-১০ আসনে সাকিবের মনোনয়ন ফরম কেনার বিষয়টি জানান ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল এবং খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সংসদ সদস্য হলে যেসব কাজ করতে চান মাহি...

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন। আর মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর ও ২ আসনের এমপি বীরেন শিকদার।

এদিন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রথম দিনই ১ হাজার ৭৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

অনলাইন ডেস্ক