৬ দিনের নতুন কর্মসূচি দিলো বিএনপি

 অনলাইন ডেস্ক    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ৬ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।

তিনি বলেন, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

আরও পড়ুন: গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রস্তুতি সভা...

ভারত ও মিয়ানমার সীমান্তে বিভিন্ন সময় নিহত বাংলাদেশিদের স্মরণে আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি দেশের সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

রিজভী আরও বলেন, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

অনলাইন ডেস্ক