একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

 অনলাইন ডেস্ক    ১৪ নভেম্বার, ২০২৩ ১৪:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

একদিন বিরতি দিয়ে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী আবারও পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গত সোমবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

আগমীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ পালন করবেন বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচনে মরিয়া হয়ে উঠেছে। অতীতের মতো আবারও অগ্নিসন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনে ১১শ কোটি টাকা চায় আইনশৃঙ্খলা বাহিনী...

ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু নির্বাচনে ভয় পাচ্ছে। ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের মহাযজ্ঞ চলছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদ ও সরকার পতনের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত।

তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ নভেম্বর থেকে শুরু হয় চতুর্থ দফা ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে, একদিন বিরতি দিয়ে পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

অনলাইন ডেস্ক