ঢাকা-১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জিএম কাদের

 অনলাইন ডেস্ক    ১৭ ডিসেম্বার, ২০২৩ ১৫:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ রবিবার (১৭ ডিসেম্বর) তার পক্ষে পার্টির দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নিয়ে আসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। দলীয় সিদ্ধান্তের পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়েও প্রার্থীতা প্রত্যাহার করছেন কেউ কেউ।

এদিন মনোনয়নপত্র প্রত্যাহারের সংখ্যায় এগিয়ে জাকের পার্টি। ঢাকা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে একে একে আসতে থাকেন ঢাকার বিভিন্ন আসনের জাকের পার্টির প্রার্থীরা।

আরও পড়ুন: ৩৭ আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ...

শুধু জাকের পার্টিরই নন, ঢাকার ২০টি সংসদীয় আসন থেকে এরইমধ্যে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ইসলামী ঐক্যজোট ও সাংস্কৃতিক মুক্তিজোটের কয়েকজন প্রার্থী।

এদিকে, ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগে প্রার্থী শামীম হক, বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন।

অনলাইন ডেস্ক