খাগড়াছড়ির গোলাবাড়িতে নৌকার পথসভা

 আনোয়ার হোসেন জীবন    ৩ জানুয়ারী, ২০২৪ ১০:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণার পথসভা করেছেন নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। গত মঙ্গলবার বিকালে গঞ্জপাড়া মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তার হোসেনের সঞ্চালনা ও গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

প্রধান অতিথি পথসভায় তার বক্তব্যে বলেন, নির্বাচন আসলে ষড়যন্ত্রে মেতে উঠে বিএনপি-জামায়াত। তারা দেশের শান্তি চায়না, তারা উন্নয়ন চায়না, তারা সন্ত্রাসী সংগঠন যা দেশ ও জনগণের ক্ষতি করা ছাড়া কিছু পারে না। তারা পাহাড়ে শান্তি চুক্তি নিয়ে ষড়যন্ত্র করেছে। জনমানুষের উন্নয়ন না করে বিএনপি জিয়া স্মৃতি সংসদ এর ভবন করেছে ৷ যেখানে এখন গরু ঘুমায়।


উক্ত পথসভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ করেছে কমিউনিটি ক্লিনিক, যেখানে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, উপবৃত্তি করার পাশাপাশি আগামীতে বেকার ভাতাও চালু করবে বলে মন্তব্য করেন। শান্তিপূর্ণ ভাবে বসবাসের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান করেন। আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চান নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আরও পড়ুন: মেহেরপুর-২ আসনের নৌকার প্রার্থীকে শোকজ...

পথসভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগে সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাস, জেলা যুব মহিলা লীগের বিউটি রাণী ত্রিপুরা, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরাসহ সিনিয়র নেতাকর্মীরা।

উক্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য নুর উল্লাহ (হিরু), মেহেদী হাসান হেলাল, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিলর মানিক পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিমল দেবনাথ সহ অসংখ্য নেতা কর্মীরা।

এসময় বিএনপির দুই হাজার নেতাকর্মীরা কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

আনোয়ার হোসেন জীবন