শপথ নিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা

 অনলাইন ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যদের আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার সময় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে শপথগ্রহণ শুরু হয়েছে।

শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। পরে তারা বিকেল পৌনে ৫টার সময় সংসদ অধিবেশনে যোগ দেন।

এ সময় বিরোধী দলীয় এমপি জাতীয় পার্টির সালমা ইসলাম জানান, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি, ভালো কাজের অংশীদার হবেন তারা।

আরও পড়ুন: শিক্ষকের ভুলে বিপাকে এসএসসি পরিক্ষার্থী...

বিগত সংসদগুলোতে সংরক্ষিত ও সাধারণ এমপিদের ভূমিকা নিয়ে পার্থক্য থাকলেও, বিষয়টি ব্যক্তি যোগ্যতার ওপরে অনেক কিছু নির্ভর করে-জানিয়ে সংরক্ষিত আসনের এমপিরা বলেন, তারা সাধারণ সংসদ সদস্যদের সাথে পাল্লা দিয়ে জনগণের পক্ষে কাজ করবেন।দ্রব্যমূল্য ও আর্থিক খাতের অনিয়ম নিয়েও তারা সোচ্চার থাকবেন।

নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগ থেকে দুপুর ১টার পরপরই জাতীয় সংসদ সচিবালয়ের টানেলের পথ ধরে আসতে শুরু করেন দ্বাদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিরা।

প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নেন।

অনলাইন ডেস্ক