রুদ্ধদ্বার বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি আ.লীগ ও জাপা

 অনলাইন ডেস্ক    ১৭ ডিসেম্বার, ২০২৩ ১১:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আজ রবিবার (১৭ ডিসেম্বর) চূড়ান্ত বৈঠক করবে আওয়ামী লীগ।

এর আগে শনিবার রাত ১০টার সময় দলের নেতাদের নিয়ে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দু’দফায় বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগেরদিন শুক্রবার রাতেও বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা। সেই বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। রাতে চতুর্থ দফা বৈঠকও শেষ হলো কোনো প্রকার সমাধান হয়নি।

বৈঠকের পর জানতে চাইলে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ বলেন, দীর্ঘক্ষণ বৈঠক হলেও আসন ছাড় নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। রোববার এই বিষয়ে চূড়ান্ত সমঝোতা হবে, সকালেই সব জানতে পারবেন।

আরও পড়ুন: জিএম কাদেরকে হত্যার হুমকি, থানায় জিডি...

এই বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে দলটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদসহ একজন কো চেয়ারম্যান ছিলেন বৈঠকে।

অনলাইন ডেস্ক