চৌদ্দপুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই লুট করছেন ক্ষমতাসীনরা: রিজভী

 অনলাইন ডেস্ক    ১৯ মে, ২০২৪ ১৪:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চৌদ্দপুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই ক্ষমতাসীনরা দেশের টাকা লুটপাট করছে। আজ রোববার (১৯ মে) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, টাকা লুটপাট করে নিজেদের চৌদ্দপুরুষের ভবিষ্যৎ নিশ্চিত করতেই দেশের টাকা লুটে নিচ্ছেন ক্ষমতাসীনরা। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক নয়, মাফিয়ারা ঢুকবে, ঋণখেলাপিরা ঢুকবে, এমন পরিস্থিতি তৈরি করেছে সরকার।

তিনি আরও বলেন, ৯২ হাজার কোটি টাকা ব্যাংক-খাত থেকে লোপাট হয়ে গেছে। জিডিপি ১২ শতাংশ নাই হয়ে গেছে। এগুলো করেছে সরকার ও তাদের সুবিধাভোগী লোকেরা।

আরও পড়ুন: মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে গুনতে হবে বাড়তি টাকা!...

বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি ক্যান্টনমেন্ট যে সাংবাদিকরা ঢুকতে পারবে না? ক্যান্টনমেন্টেও প্রয়োজনে সাংবাদিকরা ঢুকতে পারেন। তবে সেখানে কেন নয়?

মাফিয়া সরকারের জনগণের টাকা লোপাট করে বিদেশে ভোগ-বিলাসে মত্ত থাকার কথা প্রকাশ পেয়ে যাবে; এমন ভয়েই ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক