এক সপ্তাহ পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

 অনলাইন ডেস্ক    ৩ জানুয়ারী, ২০২৪ ১৫:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন ৯ জানুয়ারি ধার্য করেন হাইকোর্ট।

মির্জা ফখরুলের এক আইনজীবী আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

জামিন শুনানি পেছানোর আবেদনে বিএনপি আইনজীবীদের উদ্দেশ্য করে আদালত বলেন, তার শুনানি তখন এতো জরুরি ছিল, এখন পেছাতে এসেছেন কেন?

আরও পড়ুন: খাগড়াছড়ির গোলাবাড়িতে নৌকার পথসভা...

এসময় মির্জা ফখরুলের পক্ষে আদালতে সময় আবেদন করেন অ্যাডভোকেট ওয়ালিউর রহমান। তিনি আদালতের সিনিয়র আইনজীবীদের ব্যস্ত থাকার কারণ দেখিয়ে এক সপ্তাহ সময় আবেদন করেন।

এদিকে নির্বাচন বাতিল ও বিচারিক হয়রানি বন্ধের দাবিতে আজ তৃতীয় দিনের মত আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপির আইনজীবীরা।

আদালতের প্রবেশ পথে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন তারা। দলটির আইনজীবীদের এ বর্জন কর্মসূচি চলবে ৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত। তবে সকাল থেকে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত বর্জন করলেও স্বাভাবিক রয়েছে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারকাজ।

এদিকে নাশকতার ৯ মামলায় বিএনপি মহাসচিবের জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

অনলাইন ডেস্ক