হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

 অনলাইন ডেস্ক    ১৮ জুলাই, ২০২৩ ১৪:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর ভোটের দিন হামলায় হয়েছিল। এই হামলাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) এক টুইট বার্তায় তিনি বলেন, সহিংসতামুক্ত নির্বাচনে অংশগ্রহণ করা সবার মৌলিক অধিকার ও সেটিকে রক্ষা করা উচিত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল রাতে ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গত (১৭ জুলাই) বিকেল ৩টার সময় ভোট চলাকালে রাজধানীর বনানী এলাকায় হিরো আলমকে বেধড়ক মারধর করা হয়।

আরও পড়ুন: ঢাকা-১৭ উপনির্বাচন: ‘একতারা প্রতীক’ প্রতীক পেলেন হিরো আলম...

দুপুরের দিকে হিরো আলম বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে বাইরে অবস্থান করা একদল লোকজন তাকে মারধর করে।

হামলাকারীরা হিরো আলমকে উদ্দেশ্য করে বলেছিলেন সে করে টিকটক, সে হলো জোকার। সে কেন গুলশান-বনানীর এমপি হতে চাই। এমপির মানে জানে সে?

কেউ কেউ আবারও বলছিলেন, তাকে খালি দৌড়ানি দে, মারধর করা লাগব না।

হিরো আলমকে মারধরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে আটকে অভিযান চালাচ্ছেন পুলিশ।

অনলাইন ডেস্ক