২ দিনের কর্মসূচি দিলো বিএনপি

 অনলাইন ডেস্ক    ২১ জানুয়ারী, ২০২৪ ১৩:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ রবিবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন।

এই মিছিটি সারা দেশে চলবে আগামী ২৬ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পযর্ন্ত।

তিনি বলেন, আওয়ামী লীগের মুখে এক অন্তরে অন্তরে অন্যকিছৃ। এখনো প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু সরকার এসব তাকিয়ে দেখছে না।

বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে দাবি করে রিজভী বলেন, দুঃশাসন আর অনিয়ম করে ভোটাধিকার কেড়ে নেয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সকল গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন...

জনগণ বিএনপির সাথে আছে। বিএনপিও সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। ৭ জানুয়ারির নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে প্রতিদিনই সভা-সেমিনারে হাজির হচ্ছেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা।

এরই অংশ হিসেবে আগামী ২৬ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও ২৭ জানুয়ারি সকল মহানগরে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী।

অনলাইন ডেস্ক