গাংনীতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু

 তরিকুল ইসলাম    ১ সেপ্টেম্বার, ২০২৪ ০৯:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মেহেরপুরের গাংনীতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের প্রথম কর্মসূচী শুরু হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ছয়টার সময় গাংনী বাসস্ট্যান্ড মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ের সামনে এই পতাকা উত্তলোন করা হয়।

পতাকা উত্তলোনের পর নেতাকর্মীরা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। এর পর থেকে প্রতি বছর আমার এই দিনটি নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে থাকি।

আরো পড়ুন:গাংনীতে আবারো বোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার

কিন্তু এবার দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ ইতোমধ্যে বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

এ সময় গাংনী পৌর বিএনপির সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বাবলু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম