নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি করতে ছাত্রলীগকে আহ্বান হাছান মাহমুদের

 অনলাইন ডেস্ক    ৯ এপ্রিল, ২০২৪ ১৯:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শুধু বুয়েট নয়, সব শিক্ষা প্রতিষ্ঠানেই নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করতে হবে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, বুুয়েটের হল থেকে ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত গণতান্ত্রিক নয় বরং হঠকারী ছিল। পররাষ্ট্রমন্ত্রী পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে তুলে দেয়া হয় ঈদ উপহার।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালতের রায় এসেছে। বুয়েটে ছাত্ররাজনীতির দুয়ার খুলেছে। তবে ছাত্রলীগকে বলব, বুয়েটে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়, পড়াশোনার ক্ষতি না হয়; সেদিকে খেয়াল রাখতে হবে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে। ছাত্রলীগকে বলব, তাদের থেকে সাবধান থাকতে।

বুয়েটের অনেক ছাত্রই রাজনীতির মাধ্যমে দেশকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক