সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে: মির্জা ফখরুল

 অনলাইন ডেস্ক    ১১ অক্টোবার, ২০২৩ ১৮:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ বুধবার (১১ অক্টোবর) সকালে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে যেকোনো সংলাপের জন্য বিএনপি প্রস্তুত।

তিনি বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে, সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তার কিছু হলে তীব্র জনরোষের স্বীকার হতে হবে বলে হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন: মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আইনের নামে যা করছে সরকার, তা বেআইনি। বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন।

এ সময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি, তাকে বাড়ি থেকে ডাকাতের মতো গ্রেপ্তার করা হয়েছে। যেভাবে তাকে গ্রেপ্তার করেছে, তাতে প্রমাণ করছে সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে।

অনেক নেতাকে জামিনের পরও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

অনলাইন ডেস্ক