অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ১৭ সেপ্টেম্বার, ২০২৪ ২১:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিন্ন আঙ্গিকে দল ঘোষণা করে প্রশংসা পেয়েছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। নারীদের টি-টোয়েন্টি দল ঘোষণায় এবার চমক দেখাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অভিনব কায়দায় বিশ্বকাপর বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। মূলত প্রবাসে থাকা বাংলাদেশিদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে তারা।

বিশ্বকাপে বাংলাদেশ নরী দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। ১৫ সদস্যের দলে আছে চমক। শ্রীলঙ্কায় 'এ' দলের হয়ে সিরিজে অংশ নেয়া দলের ১৩জন আছেন বিশ্বকাপ দলে।

আরও পড়ুন: গাংনীতে সাবেক এমপি-ওসিসহ ২১ জনের নামে চাঁদাবাজি মামলা...

সেই দলেরে সাবিকুন নাহার জেসমিন এবং শামিমা সুলতানা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন দীপা বিশ্বাস ও সাথী রানী।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দীপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার ও রাবেয়া খান।

অনলাইন ডেস্ক