সাকিবের সঙ্গে ‘দ্বন্দ্ব’: মুখ খুললেন তামিম

 অনলাইন ডেস্ক    ২৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

বাংলাদেশ ক্রিকেটে এখন সব চেয়ে বড় খবর হচ্ছে, ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে কথিত দ্বন্দ্ব। এ দুই ক্রিকেটারকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্যের পরই দেশের ক্রিকেটে আলোচনার তুঙ্গে সাকিব-তামিম ইস্যু।

সাকিব-তামিমের মধ্যে সম্পর্ক কেমন, তা নিয়ে কখনই কোনো কিছু খোলাসা করেননি এ দুই ক্রিকেটারের কেউ-ই।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দুজনের সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি তুলে ধরেন।

রোববার অবশেষে সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে আবারও সাকিব-তামিমের দ্বন্দ্ব...

তিনি জানান, ‘সব কিছু স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। রেজাল্টও দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম’।

তামিম আরও বলেন, আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি ও সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামি, তখন আমি আমার সেরাটা দিয়ার চেষ্টা করি। আমি যখন অধিনায়কত্ব করি, তখন যে কোনো পরামর্শ চাই, সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে, তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটির জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।

অনলাইন ডেস্ক