নেতৃত্ব ছাড়লেন সাকিব, তিন ফরম্যাটেই অধিনায়ক শান্ত

 অনলাইন ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ করেই নেতৃত্ব থেকে সরে যান তামিম ইকবাল। টাইগার ওপেনার সরে যাওয়ায় পর সাকিব আল হাসানকে তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হয়।

তিন ফরম্যাটেই দায়িত্ব ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সোমবার এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর মধ্য দিয়ে ফের এক অধিনায়কের যুগে প্রত্যাবর্তন করে বাংলাদেশ। সে সময়ে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়ক থাকবেন না তিনি।

ধারণা করা হয়, শুধু ৫০ ওভারের ফরম্যাটের বিষয়ে এই ইঙ্গিত দিয়েছিলেন টাইগার পোস্টারবয়। তবে এবার তিন ফরম্যাটেই নেতৃত্ব ছেড়েছেন টাইগার অলরাউন্ডার। ক্রিকেটপাড়ায় বেশ কয়েক দিন ধরেই সবচেয়ে চর্চিত বিষয় সাকিবের চোখের সমস্যা।

আরও পড়ুন: কিংবদন্তি হুমায়ুন ফরীদিকে হারানোর একযুগ আজ...

দেশ ও দেশের বাইরে একাধিক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েও কোনো ফায়দা হচ্ছিল না। এ বিষয়ে সাকিবের সঙ্গেও আলাপ করেছে বিসিবি।

এদিকে সাকিবকে নিয়ে অনিশ্চয়টা থাকলেও ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটেই আছেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে খেলবেন না সাকিব। মূলত চোখের চিকিৎসা করানোর জন্য এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে খেলার চাপের কারণে চোখের সমস্যা দেখা দেয় তার। বিশ্বমঞ্চের পর খেলা না থাকায় বিষয়টি তেমন একটা ভোগায়নি তাকে।

এরপর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েন সাবেক এই অধিনায়ক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি। তবে বিপিএলে চাপের কারণে আবারও চোখে সমস্যা দেখা দেয় তার। তাই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব।

অনলাইন ডেস্ক