আইসিসির প্লেয়ার অব দ্য মান্থে মনোনয়ন পেলেন শান্ত

 নিজস্ব প্রতিবেদক    ৬ জুন, ২০২৩ ২০:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত কয়েক বছর ধরে বিভিন্ন আলোচনা-সমালোচনার স্বীকার হলেও চলতি বছরের শুরু থেকে উড়ন্ত সময় কাটাচ্ছেন তিনি।

বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হয়েছেন সেরা খেলোয়াড়। মে মাসে আয়ারল্যান্ড সিরিজের জয়ের নায়কও ছিলেন শান্ত আর এই সিরিজের উপর ভিত্তি করে আইসিসির মে মাসের সেরার তালিকায় স্বীকৃতি পেলেন বাঁহাতি এই ব্যাটার।

মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় বাকি দুজন হলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও আয়ারল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি টেক্টর।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৯৬ রানের পাশাপাশি ১টি উইকেট নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।


অন্যদিকে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫৫.২০ গড়ে ২৭৬ রান করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এছাড়া আয়ারল্যান্ডের হ্যরি টেক্টর বাংলাদেশের বিপক্ষে একই সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন। যেখানে ছিল ৭টি চার এবং ১০টি ছক্কা।

২০২১ সালের জানুয়ারি থেকে চালু হয় আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ২০২১ সালের মে মাসের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহিম এবং ২০২১ সালের জুলাই মাস ও ২০২৩ সালের মার্চ মাসের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

নিজস্ব প্রতিবেদক