বিসিসিআই-এর আয় বেড়েছে কয়েক গুন

 অনলাইন ডেস্ক    ১০ ডিসেম্বার, ২০২৩ ১৭:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর বিসিসিআইয়ের সম্পদের পরিমাণ আরও বেড়েছে। আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ে বিসিসিআইয়ের আয় ২৮ গুণ বেশি। বিসিসিআইর বর্তমান আয় ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের তকমা অনেক আগেই পেয়েছে বিসিসিআই। আইপিএলের সৌজন্যে রেকর্ড পরিমাণ আয় হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের।

তবে বর্তমানে আয়ের নিরিখে বাকি ক্রিকেট বোর্ডগুলোর তুলনায় কয়েক গুণ এগিয়ে তারা। বিশ্বকাপের বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটকে।

আয়ের দিক থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। নভেম্বরে বিসিসিআইর আয়ের পরিমাণ পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: অদ্ভুত আউট হলেন মুশফিকুর রহিম...

সম্প্রতি এক প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের মোট সম্পত্তি ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লক্ষ কোটি টাকা।

বিসিসিআইয়ের পর বিশ্বের দ্বিতীয় ধনী ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ে বিসিসিআইয়ের নিট মূল্য ২৮ গুণ বেশি। ক্রিকেট অস্ট্রেলিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৭৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় রুপিতে ৬৫৯ কোটি রুপি। বিগ ব্যাশ লিগ অস্ট্রেলিয়ার ক্রিকেটের আয়ের অন্যতম মাধ্যম। তবে আইপিএলের জনপ্রিয়তার ধারেকাছেও নেই বিগ ব্যাশ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পর তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবির নিট মূল্য ৫৯ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যা ৪৯২ কোটি রুপি।তারপরই অবস্থান পাকিস্তান ক্রিকেট বোর্ডের, তাদের সম্পত্তির পরিমাণ ৫৫ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় রুপিতে এটা ৪৫৮ কোটি।

বিসিসিআইয়ের আয়ের অন্যতম উৎস আইপিএল। প্রতিবছর আইপিএল থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে বিসিসিআই। ২০২৩ সাল থেকে নারীদের আইপিএল চালু করেছে বিসিসিআই, সেখান থেকেও মোটা অংকের অর্থ আয় করছে ক্রিকেট বিশ্বের ক্ষমতাধর বোর্ডটি।

অনলাইন ডেস্ক