আজ বিসিবি’র জরুরি সভা

 অনলাইন ডেস্ক    ২১ আগষ্ট, ২০২৪ ১০:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি সভা ডেকেছে। আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১১টার সময় সভাটি হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। সভাতে উপস্থিত হতে বলা হয়েছে সব পরিচালককে। নতুন সভাপতি নিয়োগের ব্যাপারেও আসবে বড় সিদ্ধান্ত।

সরকার পরিবর্তনের পর, এটাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।

বিসিবি-র গঠনতন্ত্র অনুযায়ী, সভা বসার জন্য কমপক্ষে ৯ জন পরিচালকের উপস্থিতি আবশ্যক। এছাড়া, বোর্ড সভা ডাকার এখতিয়ার মূলত সভাপতির। তবে চলমান অবস্থায় বিসিবি-র কোন কার্যক্রমে নেই সভাপতি নাজমুল হাসান পাপন।

গুঞ্জন রয়েছে যে নতুন একজন সভাপতি নিয়োগ হতে পারে। এসব দিক বিবেচনায় বড় সিদ্ধান্ত আসতে পারে আজ। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর, আসতে পারে নতুন সভাপতি-ও।

উল্লেখ্য, গত ৫ আগস্ট, সরকার পদত্যাগের পর থেকে অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি নাজমুল হাসান পাপন’সহ অন্যান্য বোর্ড পরিচালকরা রয়েছেন আড়ালে।

অনলাইন ডেস্ক