টাইগারদের টিকে থাকার লড়াই আজ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

 অনলাইন ডেস্ক    ২৪ অক্টোবার, ২০২৩ ১১:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে ব্যর্থ হয়েছে সাকিবের দল। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটায় সময় ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে বিশ্রামে থাকলেও এ ম্যাচে ফিরছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে খেলছেন না তাসকিন।

টানা হার থেকে শিক্ষা নিয়ে, এ ম্যাচ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে, টাইগারদের সমীহ করছে প্রোটিয়ারা।

তবে মোটে চার ম্যাচ দিয়ে দলকে বিবেচনা করতে নারাজ সাকিব। এখনও যে ঘুড়ে দাঁড়ানোর সুযোগ আছে প্রোটিয়া ম্যাচের আগে মনে করিয়ে দিলেন তাও।

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, 'আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’

অধিনায়ক আরও বলেন, 'দোয়া করেন টসে যেন জিতি। এ মাঠের কারণে হয়তো স্পিনারদের ভূমিকাটা অত বেশি কার্যকর নাও হতে পারে। অন্যান্য মাঠে হলে বেশি কার্যকর হতো। কিন্তু এই মাঠটা অনেক ছোট, অনেক বাউন্ডারি হয়, হাইস্কোরিং একটা গ্রাউন্ড। এখানে হয়তো স্পিনারদের ওরকম সুবিধা থাকবে না।’

আরও পড়ুন: হয়রানির পর ‘টাইগার’ শোয়েবের কাছে ভারতীয় সমর্থকদের ক্ষমা প্রার্থনা...

বাংলাদেশের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটাতেই হার প্রোটিয়াদের। চোকার তকমা তারা ঘোঁচাতে পারেনি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও। তাইতো টাইগারদের নিয়ে অতি সাবধানী দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচেও অনিশ্চিত নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম বলেন, বাংলাদেশ সাদা বলে খুবই ভয়ংকর দল। তার ওপর উপমহাদেশের কন্ডিশনে খেলা। আমরা বিষয়গুলোকে মাথায় রেখেছি এবং প্রতিপক্ষকে শ্রদ্ধা করছি।

ওয়ানডেতে এ পর্যন্ত দু'দলের ২৪ ম্যাচে জয় বাংলাদেশের ৬টি আর ১৮টি জয় দক্ষিণ আফ্রিকাদের।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অনলাইন ডেস্ক