আগামীকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ২৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে যোগ দিতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ দল। আর এক সপ্তাহ পর শুরু হচ্ছে বিশ্বকাপ। এরি মধ্যেই অংশগ্রহণকারী দেশগুলো এখন ভারতে অবস্থান করছে।

সেখানে সকল দলই খেলবে ওয়ার্ম আপ ম্যাচ। আর ওয়ার্ম আপ ম্যাচ শুরু হবে আগামীকাল (শুক্রবার) থেকে।

অবশ্য শুধু বাংলাদেশ না, বিশ্বকাপের আগে এমন প্রস্তুতি ম্যাচ খেলতে সুযোগ পাবে সবকটি দেশ।

বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছেন আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো।

আরও পড়ুন: সাকিবের সঙ্গে ‘দ্বন্দ্ব’: মুখ খুললেন তামিম...

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পরও সমর্থকদের বিশ্বকাপে আশা দেখাচ্ছে বাংলাদেশ দল।

আগামীকাল শুক্রবার দুপুর ২টার সময় ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ।

এরপর ২ অক্টোবর সেই একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা।

প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।

অনলাইন ডেস্ক