আজ ‘ফুটবল ঈশ্বর’ ম্যারাডোনার জন্মদিন

 অনলাইন ডেস্ক    ৩০ অক্টোবার, ২০২৩ ১৫:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ৬৩তম জন্মদিন আজ। তিনি ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন।

তবে তিন বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন এ জাদুকর।

মাত্র দুই দশকে ছয়টি ক্লাবে পেশাদার ফুটবল খেলেছেন ম্যারাডোনা। ১৬ বছর বয়সের আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে অভিষেক ঘটে তার।

এরপর তিনি ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলিসহ নানান ক্লাবে। এর মধ্যে একক কৃতিত্বে নাপোলিকে শিরোপা জিতিয়েছেন তিনি। অধিনায়কত্ব গ্রহণ করে ক্লাবটিকে ইতিহাসের সফলতম পর্যায়েও নিয়ে যান ম্যারাডোনা।

আরও পড়ুন: মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সাকিব...

১৯৮৬ বিশ্বকাপে তার এক নৈপুণ্যে বিশ্বকাপের সোনালি শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড গোল’ ও শতাব্দীর সেরা গোল করেছিলেন তিনি।

২০ বছরের আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে ৩৪৬টি গোল করেছেন আর্জেন্টাইন এ মহাতারকা।

অনলাইন ডেস্ক