এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নেপাল

 অনলাইন ডেস্ক    ৩০ আগষ্ট, ২০২৩ ১২:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

দর্শকদের অপেক্ষার পালা অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচেই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল পাকিস্তান। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দলও তারা। নেপাল ম্যাচের একদিন আগেই একাদ্বশ ঘোষণা করেছে এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান।

টুর্নামেন্ট শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান। নেপাল ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে চান বাবর।


তিনি বলেন, “আমরা উইনিং মোমেন্টাম ধরে রাখতে চাই। যেটা আফগানিস্তান সিরিজে অব্যাহত ছিল” এদিকে প্রথমবারের মত এশিয়া কাপে খেলছে নেপাল।

আরও পড়ুন: লিটনের পরিবর্তে এশিয়া কাপে যাচ্ছেন বিজয়...

এ গ্রুপে পাকিস্তান ছাড়াও ভারতের বিপক্ষে খেলবে তারা। পাকিস্তানের চেয়ে তুলনামূলক দূর্বল দল হলেও নেপাল ভালো করার সামর্থ্য রাখে। সন্দ্বীপ লামিচানের মতো স্পিনার থাকায় ভালো করার আত্মবিশ্বাস পাচ্ছে এশিয়ার এই দলটি।

অনলাইন ডেস্ক