টাইগারদের দাপটে ৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

 অনলাইন ডেস্ক    ২৩ ডিসেম্বার, ২০২৩ ১৩:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

নেপিয়ারে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিছেন নাজমুল হোসেন শান্তর দল। আজ শনিবার ভোর ৪টার সময় নিউজিল্যান্ডের নেপিয়ারে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১৯ বারের চেষ্টায় স্বাগতিকদের হারাতে পারল বাংলাদেশ।

এই জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছে নিজেদের সবচেয়ে বড় জয়। এর আগে দুইবার মিরপুরে জিতেছিল ৭ উইকেটে।

জয় সূচক রান এনে দেওয়ার পথে পঞ্চাশ স্পর্শ করেন অধিনায়ক শান্ত, ৫১ বলে।

আরও পড়ুন: মুস্তফিজকে ২ কেটি রুপি দিয়ে কিনলেন চেন্নাই সুপার কিংস...

এই ম্যাচে বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।


জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখে ছিলো বোলারা। তিনটি করে উইকেট নিয়ে ৯৮ রানে থামিয়ে দেন স্বাগতিকদের। বাংলাদেশের বিপক্ষে যা নিউজিল্যান্ডের সর্বনিম্ন।

ছোট রান নিয়ে একদমই লড়াই করতে পারেনি নিউজিল্যান্ড। শান্ত ও এনামুল হকের আগ্রাসী ব্যাটিংয়ে ২০৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ওয়ানডেতে এ নিয়ে কেবল তৃতীয়বার দুইশত বেশি বল রেখে জিতল বাংলাদেশ।

অনলাইন ডেস্ক