ভারতে বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন! সিরিয়াস সাকিব, মুশফিক, রিয়াদ

 অনলাইন ডেস্ক    ২৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

আর মাত্র এক সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আসর। তবে বিশ্বকাপে আমেজটা যে শুরু হচ্ছে শুক্রবার থেকেই। ভারতের গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের মূল আসরটা সাকিব- মুশফিকদের জন্য যে বড় চ্যালেঞ্জ।

এক দিকে যেমন ক্রিকেট নিয়ে দেশে আলোচনা-সমালোচনার ঝড়, অন্য দিকে বিশ্বকাপে ভালো করার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে সামলাতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল।

গত কাল বিশ্বকাপ খেলেতে ভারত পৌছিয়েছে বাংলাদেশ দল। আর আগামী কাল ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থিত ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। তাইতো কোন প্রকার বিশ্রম না নিয়েই আজ মাঠে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ দল।

আরও পড়ুন: আগামীকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ...

টিম বাস থেকে নেমে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা সরাসরি মাঠে ঘাম ঝড়িয়েছেন।

অনুশীলনে যোগ দিয়েছিলেন শ্রীধরন শ্রীরাম। ক্যাপ্টেন সাকিব ছিলো খুবই সিরিয়াস। বেশ মনোযোগীও ছিলো রিয়াদ।

মাঠে প্রথমে ব্যায়াম করে নিয়েছেন ক্রিকেটাররা, কিছুক্ষন ফুটবলও খেলেছেন সাকিব,মুশফিক মিরাজরা।

পরে অবশ্য ব্যাটিং বোলিংটাও ঝালাই করে নিয়েছেন তাওহিদ হৃদয়, তামজিদ সাকিব, মিরাজেরা।

বিশ্বকাপের চ্যালেঞ্জকে মোকাবেলা করে, দেশের সকল আলোচনা-সমালোচনার জবাব কি দিতে পারবে টিম টাইগাররা, সেটাই দেখার অপেক্ষয় গোটা বাংলাদেশ।

অনলাইন ডেস্ক