কিংবদন্তি সোবার্সকে ছাড়িয়ে সাকিবের নতুন মাইলফলক

 অনলাইন ডেস্ক    ১ এপ্রিল, ২০২৪ ১০:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র বলা হয় সাকিব আল হাসানকে। বিশ্ব ক্রিকেটে নিজেকে আলাদা উচ্চতায় নিয়েছেন আগেই। কিংবদন্তি অলরাউন্ডারদের তালিকায় তার নমটাও আলোচিত হয় প্রায়ই। সেই সাকিব টেস্ট খেলছেন দীর্ঘ এক বছর পর। খেলতে নেমেই ছাড়িয়ে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি অলরাউন্ডারকে।

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে তার নামটাই আসে সবার আগে। ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের কথা বলা বলছি।


টেস্ট ক্রিকেটে উইকেট শিকারে সেই সোবার্সকেই এবার ছাড়িয়ে গেলেন সাকিব। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করে ক্যারিবিয়ান কিংবদন্তিকে উইকেট সংখ্যায় পেছনে ফেলেছেন এই বাঁহাতি।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ২৩৩টি। এই টেস্টের প্রথম দিনে কুশল মেন্ডিসের উইকেট শিকার করেন তিনি।

আরও পড়ুন: বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ার সুযোগ নেই বিসিবির...

দ্বিতীয় দিনের প্রথম সেশনে দীনেশ চান্ডিমালকে লিটন দাসের ক্যাচে পরিণত করে ২৩৫ উইকেট নিয়ে সোবার্সকে ছুঁয়ে ফেলেন সাকিব।

চা বিরতির ঠিক আগে প্রবাথ জয়াসুরিয়াকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব।

এই উইকেট শিকার করে সোবার্সকে ছাড়িয়ে যান বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। মাত্র ৬৭ টেস্ট খেলেই ২৩৬ উইকেট শিকার করলেন সাকিব। ২৩৫ উইকেট শিকারে সোবার্সের লেগেছিল ৯৩টি টেস্ট।

অনলাইন ডেস্ক