চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে যেই ৮ দল

 অনলাইন ডেস্ক    ১৩ নভেম্বার, ২০২৩ ১৩:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নেদারল্যান্ডস-ভারত ম্যাচ দিয়ে শেষ হলো গ্রুপ পর্বের খেলা। এই ম্যাচের মধ্য দিয়ে নির্ধারিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দল। শেষ দল হিসেবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। টুর্নামেন্টে খেলবে মোট ৮ দল। এবারের বিশ্বকাপে শীর্ষ ৮ দলই জায়গা পেতে যাচ্ছে বাংলাদেশ।

অনুমিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি নেদারল্যান্ডসের। তবে ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও জায়গা করতে পারেনি মেগা টুর্নামেন্টটিতে।

আরও পড়ুন: ডাচদের হারিয়ে একগাদা রেকর্ড গড়েছে ভারত...

এবারের বিশ্বকাপে রীতিমতো চমক দেখিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের তিন সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। অনুমিতভাবে নেদারল্যান্ডসকে হারানোর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভীতি ছড়িয়েছে আফগানরা।

দুর্দান্ত পাফরম্যান্সের পর যথাযথ পুরষ্কারও পেয়েছে আফগানিস্তান। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেয়েছে হাশমতউল্লাহ শহীদির দল।

শুরুতে বাদ পড়ার শঙ্কা দেখা দিলেও শেষদিকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে ইংল্যান্ড। স্বাগতিক হিসেবে আগেই জায়গা পাকা ছিল পাকিস্তানের। সেরা চার আগেভাগে নিশ্চিত করেছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফির আট দল হলো, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

অনলাইন ডেস্ক