ম্যাচে একটি ক্যাচ মিস হতেই পারে: লিটন

 অনলাইন ডেস্ক    ১৩ জুন, ২০২৩ ১৩:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে ফিল্ডিংয়ে উন্নতির ছাপ থাকলেও সাদা পোশাকে পারফর্মেন্স অনেকটাই উজ্জ্বলতাহীন। সেই ফিল্ডিং নিয়ে প্রশ্নই কঠিন লাগল টাইগার অধিনায়ক লিটনের কাছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে বাংলাদেশ ম্যাচ খেলেছে মোট ১২টি । এই ম্যাচগুলোতে ৬১টি ক্যাচের মধ্যে ফিল্ডাররা নিয়েছেন ৪০টি ক্যাচ। প্রায় ৩৪ শতাংশ ক্যাচই নিতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের ফিল্ডাররা।

এই সময়ে সবচেয়ে বেশি ৮৫ শতাংশ ক্যাচ নেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা।

ফিল্ডিংয়ের প্রশ্নের জবাবে লিটন বলেন, আমি আসলে ক্যাচ মিসের বিষয়ে চিন্তিত নই। একটা ক্যাচ মিস হতেই পারে।

লিটন আরো বলেন, ‘আপনি যখন নিয়মিত ক্যাচ মিস করছেন, আস্তে আস্তে দিন দিন পেছনের দিকে যাচ্ছেন।

যে জায়গায় হয়তো কেউ একটা-দুইটা উইকেট আগে নিতে পারতো, ওই জায়গায় পেছনে যাচ্ছে। তিনি আরো বলেন, বেশির ভাগ ক্রিকেটারই খেলার ওপরে আছে। আমরা যারা নিয়মিত প্রক্টিস করি তাহলে ক্যাচ মিসটা আরো কমে যাবে।

এটা হচ্ছে মেন্টাল শিফট, কেউ যদি মেন্টাল শিফট করতে পারে তাহলে ওরকম কোনো সমস্যা হবে না।

অনলাইন ডেস্ক