পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

 অনলাইন ডেস্ক    ৩১ অক্টোবার, ২০২৩ ১২:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের চার ম্যাচে ব্যর্থ হয়েছে সাকিবের দল। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় সময় কলকাতার ইডেন গার্ডেনসে স্টেডিয়ামে বিশ্বকাপের নিজেদের ৬তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টানা হার থেকে শিক্ষা নিয়ে, এ ম্যাচ জিততে চায় বাংলাদেশ। অন্যদিকে, টাইগারদের বিপক্ষে মাঠে নামা দল পাকিস্তানও জিততে চায়।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলেও, এখনো এ বিশ্বকাপ থেকে অর্জনের সম্ভাবনা শেষ হয়নি। পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকলে সুযোগ হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। পুরো দলেরই মনোযোগ এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে করেছে মাহমুদউল্লাহ-মুশফিক। দেশে গিয়ে গুরুর কাছে টোটকা নিয়ে এসেও লাভ হয়নি সাকিবের। দলের অধিনায়কের ব্যাটে রান খরা কাটাতে তাকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন হাথুরুসিংহে ও শ্রীরাম।

আরও পড়ুন: কোথায় ও কখন ঘোষণা হবে ব্যালন ডি’অর...

সাকিব আল হাসান বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সে ভাবে করতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা লক্ষ্য আমাদের। তবে কত ওপরের দিকে শেষ করা যায়, সেটাও আমাদের লক্ষ্য। সেজন্য সামনের তিন ম্যাচে মনোযোগ রাখার চেষ্টা করছি।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শেখ মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমান।

অনলাইন ডেস্ক