স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের মেয়েদের

 নিজস্ব প্রতিবেদক    ২২ জুন, ২০২৩ ১১:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

হংকংয়ের মং কক স্টেডিয়ামে বাংলাদেশ নারী 'এ' দলকে ৩১ রানে হারিয়েছে ভারত নারী 'এ' দল। এই জয়ের মধ্যে দিয়ে প্রথমবারের মতো আয়োজিত নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী 'এ' দল এবং বাংলাদেশকে রানার্সআপের পুরষ্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

এর আগে নারী ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা।

তবে ফাইনালের শিরোপার মাঠে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয়েছে লতা মণ্ডলের দলকে।

ফাইনালে প্রথমে ব্যাট করা ভারতকে ১২৭ রানের মধ্যে আটকিয়ে দিয়ে জয়ের স্বপ্ন জাগ্রত হয়েছিলো বাংলাদেশের মেয়েদের মনে। কিন্তু মেয়েদের টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় সেই জাগ্রত স্বপ্ন ধুলিস্বাত হয়ে যায়।


বাংলাদেশের মেয়েরা ১৯.২ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছিলেন ৯৬ রান। ফলে ৩১ রানে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে হারতে হয় বাংলাদেশের মেয়েদেরে।

আরো পড়ুন: আবারও হার ব্রাজিলের, ৮ বছর পর জুটলো যে লজ্জা...

বাংলাদেশের ব্যাটারা আসা-যাওয়ার মধ্যেই ছিলো। সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন নাদিয়া। ২২ বলে ১টি চারে তিনি করেছেন অপরাজিত ১৭ রান।

ভারতের পক্ষে শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিতে ২০ রান দিয়েছেন মান্নাত কাশ্যপ।

নিজস্ব প্রতিবেদক