আজ সকালে ঢাকায় পৌঁছেছেন আফগানিস্তান ক্রিকেট দল

 অনলাইন ডেস্ক    ১০ জুন, ২০২৩ ১৭:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আজ শনিবার (১০জনু) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আফগানিস্তান ক্রিকেটের ১০ সদস্যের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। পরে দ্বিতীয় ধাপে দুপুর ১২ টায় দলের বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছেছেন।

বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান এ তথ্য জানিয়েছেন।

ঢাকায় পৌঁছে সরসারি হোটেলে উঠে গেছেন আফগান ক্রিকেটাররা।

আগামীকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবেন সফরকারী দল ঢাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ১৪ জুন থেকে স্বাগতিক দলের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবেন সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট ম্যাচ খেলার পর ভারতে গিয়ে সিরিজ খেলবেন আফগানরা এবং বাংলাদেশি ক্রিকেটাররা যাবেন ঈদের ছুটিতে।

ভারতের সাথে সিরিজ শেষে করে জুলাইয়ের শুরুতে আবার ঢাকায় ফিরবে আফগানরা। এরপর ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডের সিরিজ, বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। সিলেটে ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের।

অনলাইন ডেস্ক