মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজ

 অনলাইন ডেস্ক    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের ম্যাচ চলছে। তবে ম্যাচহীন দিনে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান।

মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। ফর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং প্রান্তে ছিলেন মুস্তাফিজ। হঠাৎ ফর্ডের খেলা বল উড়ে গিয়ে এই বাঁহাতি পেসারের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে সিটি স্ক্যানের পর জানা যায়, মুস্তাফিজের মাথার বাইরের অংশ কেটে গেলেও ভেতরে কোনো রকমের আঘাত লাগেনি।


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন।

আরও পড়ুন: শতবর্ষী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত...

আপাতত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন মুস্তাফিজ। এরপরই জানা যাবে, আবারও কবে থেকে মাঠে ফিরতে পারবেন এই পেসার।

উল্লেখ্য, চলতি বিপিএলেও বেশ ভালো অবস্থানে আছে নাফিসা কামালের দল কুমিল্লা। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি ইতোমধ্যে ৯ ম্যাচের ৭টিতে জয় পেয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুইয়ে।

অনলাইন ডেস্ক