বিশ্বকাপের আগে আবারও সাকিব-তামিমের দ্বন্দ্ব

 অনলাইন ডেস্ক    ২৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

বিশ্বকাপের দল ঘোষণার আগেই সামনে এসেছে সাকিব-তামিমের দ্বন্দ্ব। বড় টুর্নামেন্টের আগেই দুই তারকা ক্রিকেটারের মতের অমিলে আবারও বিপাকে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

ওই বিষয় নিয়ে গত সোমবার মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি বৈঠক করেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্দিকা হাথুরুসিংহে।

তবে প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কেউই কথা বলেননি।

অবসর কাণ্ডের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন তামিম। তবে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, এখনও পুরোপুরি ফিট নন তিনি।

সূত্র থেকে জানা গেছে, ম্যাচের পর তামিম কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে।

আরও পড়ুন: শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে আসছে বেশ পরিবর্তন...

জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ৫ ম্যাচ খেলতে চেয়েছেন তিনি। অথচ সূচি অনুযায়ী বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলতেই হবে বাংলাদেশকে। দলের তারকা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

বিসিবি সভাপতিকে সাকিব জানান, এমন হলে বিশ্বকাপে খেলবেন না তিনি। এই কথা জানার পর তামিমও নাকি বলেছেন, খেলতে চান না বিশ্বকাপে। তাতে এক পরিস্থিতির মুখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ধারণা করা যাচ্ছে, সেই সমস্যার সমাধান করতেই হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে সঙ্গে নিয়ে নিজের গুলশানের বাসায় সাকিবের সঙ্গে আলোচনায় বসেছেন পাপন।

চলতি বছরের শুরুতে সাকিব-তামিমের মধ্যে দ্বন্দ্বের খবর সামনে আসছে। যদিও দু’জনই এসব খবরকে উড়িয়ে দিয়েছেন।

অনলাইন ডেস্ক