৪ দিন এগিয়ে আনা হলো বাংলাদেশের পাকিস্তান সফর

 অনলাইন ডেস্ক    ১১ আগষ্ট, ২০২৪ ০৯:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

বিদেশি কোচিং স্টাফের নিরাপত্তা শঙ্কা আর ক্রিকেটারদের প্রস্তুতি ঘাটতির কারণে চারদিন আগে পাকিস্তান যাচ্ছে জাতীয় দল। আগামী সোমবার ঢাকা ছাড়ব টাইগাররা।

পরিস্থিতি যেমনই হোক, ক্রিকেটটা খেলতে হবে। পেশাদার জীবন এমনই। মাঠে ফিরেছে নাজমুল শান্ত-তাইজুল ইসলামরা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার লড়াই।

নিজ নিজ দেশের হাই কমিশনের নির্দেশ অনুসরণ করে অনেকটা গৃহবন্দী হাথুরুসিংহে-নিক পোথাস-আন্দ্রে অ্যাডামসরা। টেস্ট ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেছেন সৌম্য সরকার ও জাকের আলী।

নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন। ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে কাজ করেছেন দুই পেসার খালেদ আহমেদ ও নাহিদ রানা। বোর্ডের চেষ্টায় আগেভাগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। 

বিমানের টিকেট পরিবর্তন করা হয়েছে। ১৬ আগস্টের বদলে টাইগাররা যাবে সোমবার ১২ আগস্ট। এ দলের সঙ্গে মুশফিক-মুমিনুল-মাহমুদুল হাসানের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে আছেন ইসলামাবাদে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। টাইগারদের অনুশীলনের সব ব্যবস্থাই করবে পিসিবি নিশ্চিত করেছে বিসিবিকে।

অনলাইন ডেস্ক