আবারও বাবরের হাতে দায়িত্ব

 অনলাইন ডেস্ক    ৩১ মার্চ, ২০২৪ ১২:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তনই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হুট করে বদলে যাচ্ছে বোর্ডের কিংবা দলের যে কোনো পদে। ভারত বিশ্বকাপের পরে নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেয়া বাবর আজমের হাতেই আবারও উঠেছে দায়িত্ব। মাঝে খানিক সময়ের জন্য এই দায়িত্ব ছিল শাহিন শাহ আফ্রিদির কাঁধে।

পিসিবি আজ রোববার (৩১ মার্চ) জানায়, দেশটির ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাবর আজম।

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। ওয়ানডে অধিনায়কের পদ খালি রেখে টেস্ট ও টি-টোয়েন্টির জন্য ভিন্ন ভিন্ন অধিনায়কের পথে হেঁটেছিল পিসিবি।

টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়েছিলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। আর টেস্টে দায়িত্ব পেয়েছিলেন শান মাসুদ। মাসুদের দায়িত্ব ঠিক থাকলেও শাহিনকে মুক্ত করা হয়েছে। সাবেক নেতার হাতেই সেই দায়িত্ব তুলে দেয়া হয়েছে।

আরও পড়ুন: নকল নিয়ে ধরা পড়ায় চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা...

কিছুদিন আগে পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভি অধিনায়কত্ব বদলের ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। অধিনায়কত্ব পাওয়ার পর শাহিনের নেতৃত্বে একটা সিরিজই খেলেছে পাকিস্তান।

নিউজিল্যান্ড সফরে সেই টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। এরপর পিএসএলে শাহিনের নেতৃত্বে ভরাডুবি হয়েছে লাহোর কালান্দার্সেরও।

গত দুই আসরে এই বাঁহাতি পেসারের নেতৃত্বে শিরোপা জিতলেও এবার ১০ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছিল লাহোর। এরপরই বিশ্বকাপের আগে শাহিনকে সরিয়ে দেয়া হলো।

অনলাইন ডেস্ক