ডাচদের হারিয়ে একগাদা রেকর্ড গড়েছে ভারত

 অনলাইন ডেস্ক    ১৩ নভেম্বার, ২০২৩ ১১:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার (১২ নভেম্বর) নেদারল্যান্ডসকে ১৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে বেশকিছু রেকর্ড গড়েছে ভারত।

ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে ৪১০ রান করেন ভারত। রোহিত শর্মার দলের প্রথম পাঁচ ব্যাটারই পঞ্চাশের দেখা পেয়েছেন, যা ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ঘটনা। আর বিশ্বকাপে এটাই প্রথমবার।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিরাট কোহলি ৫১ রানের খেলেছেন, যা চলতি বিশ্বকাপে তার সপ্তম ফিফটি। এক বিশ্বকাপে সাত ফিফটি করার রেকর্ড আছে শুধু শচীন ও সাকিব। তাদের পাশে এবার নাম লেখালেন বিরাট কোহলি। কোহলির সামনে সুযোগ থাকছে তাদের দুজনকে ছাড়িয়ে যাওয়ার।

আরও পড়ুন: দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা...

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪১০ রানের ইনিংসটি ওয়ানডে ক্রিকেটে তাদের চতুর্থ সর্বোচ্চ আর বিশ্বকাপে দ্বিতীয়। ২০০৭ সালে ভারত বারমুডার বিপক্ষে ৪১৩ রান করেছিল, যা ওয়ানডে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ।

একই দিনে বল হাতে উইকেটের দেখা পেয়েছেন দুই পার্ট টাইম বোলার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

অনলাইন ডেস্ক