সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ১১ মে, ২০২৩ ২৩:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের ফোকাস সিরিজে এগিয়ে যাওয়া। সেজন্য নিজেদের প্রস্তুত করছেন তামিম-সাকিবরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে কাল (শুক্রবার) মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হাতছাড়া হলেও দ্বিতীয় ম্যাচে জয় চায় টাইগাররা। অপরদিকে, লড়াই করে ম্যাচ জিততে চাই আয়ারল্যান্ড।

ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। তবে দ্বিতীয় ওয়ানডেও বৃষ্টিতে খেলা না হওয়ার সম্ভাবনা রয়েছে।

পারফর্মেন্স ও পরিসংখ্যান, টাইগারদের পক্ষেই কথা বলছে। এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩টি ওয়ানডে খেলে ৯টিতে জিতেছে বাংলাদেশ। বিপরীতে আয়ারল্যান্ড জিতেছে মাত্র ২টিতে। তবুও আইরিশদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই, সেটা প্রথম ম্যাচে কিছুটা বুঝিয়ে আয়ারল্যান্ড।

তবে, দ্বিতীয় ওয়ানডেতেও শঙ্কা রয়েছে বৃষ্টিতে খেলা পন্ড হওয়ার। চেমসফোর্ডের স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

অনলাইন ডেস্ক